Wellcome to National Portal
ঔষধ প্রশাসন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০২৪

অফিস প্রধান

মেজর জেনারেল মোঃ শামীম হায়দার

মহাপরিচালক

ঔষধ প্রশাসন অধিদপ্তর

ঔষধ ভবন, মহাখালী, ঢাকা -১২১২

 

মেজর জেনারেল মোঃ শামীম হায়দার, এফসিপিএস গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তরে মহাপরিচালক পদে যোগদান করে ২২ অক্টোবর ২০২৪ তারিখে এই অধিদপ্তরের কার্যভার গ্রহন করেন। তিনি ১৯৯০ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন এবং ০৯ জুলাই ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তির পর ১৯৯৭ সালে এএফএমআই থেকে মেডিসিনে গ্রেডিং সম্পন্ন করেন এবং ২০১২ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস, (বিসিপিএস) এর এফসিপিএস (মেডিসিন) ডিগ্রী লাভ করেন। তিনি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্সেস (AIIMS) নয়াদিল্লী, ভারত থেকে ফেলোশিপ ট্রেনিং ইন রিউমাটোলজি এন্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি কোর্স সম্পন্ন করেছেন। তিনি এমডিএস খাগড়াছড়ি, সিএমএইচ জালালাবাদ, সাভার, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা এবং যশোরে মেডিকেল বিশেষজ্ঞের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা সিএমএইচ এ বিভাগীয় প্রধান এবং চীফ ফিজিশিয়ান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল মোঃ শামীম হায়দার, এফসিপিএস গত ০১ আগস্ট  ২০২৩ তারিখে মেজর জেনারেল পদবিতে পদোন্নতি প্রাপ্ত হয়ে কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ১৯ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত নিয়োজিত ছিলেন।

 

তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ জাতিসংঘে শান্তিরক্ষা মিশন ব্যানমেড-১ এ মেডিকেল বিশেষজ্ঞের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল মোঃ শামীম হায়দার এর সহধর্মিনী নাছিমা আক্তার চৌধুরী সরকারী তিতুমীর কলেজের ফিলোসফি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এই দম্পত্তির একমাত্র পুত্র সন্তান রায়ান ইবতেশাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় এর IBA অনুষদ হতে BBA সম্পন্ন করে বর্তমানে যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়নরত আছেন।